
শেখ নজরুল ইসলাস, পিতাঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্যুখ সমরে শহিদ বীর মুক্তিযোদ্ধা সিহাব উদ্দিন শেখ, মাতাঃ হাজেরা খাতুন। শেখ নজরুল ইসলামের জন্ম, পাবনা জেলার আতাইকুলা থানাধীন চরপাড়া গ্রামে। তিনি একাধারে একজন ধর্মীয় চিন্তাবিদ, ইসলামী ইতিহাসবিদ, কবি, সাহিত্যিক, লেখক ও গবেষক। শেখ নজরুল ইসলাম সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথিতযশা প্রকাশনা প্রতিষ্ঠান ইনভেন্ট পাবলিকেশন এর প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে দুরন্ত সত্যের সন্ধানে-দুসস এর পরিচালক এবং এডভান্স বায়ো রিসার্স সলিউশন-বিডি (এবিআরএস-বিডি) এর ব্যাস্থাপনা হিসেবে দায়িত্ব পালন করছেন।
